ভারতের হাকিমপুর ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসর্মপনকৃত নারী ও শিশুসহ ১০ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে সদর থানায় পুলিশে সোপার্দ করে বিজিবি।
হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন- রাঙ্গামাটি জেলার লংগদু থানার রসুলপুর গ্রামের মো. সোলায়মান গাজীর মেয়ে কদবানু বেগম (৪৬), একই গ্রামের মো. ইসমাইল গাজীর ছেলে ইসরাফিল হুসাইন (১৬), চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বটতলা গ্রামের অমূল্য রঞ্জন দেব এর ছেলে সোলান কান্তি দেব (৪৫), সোলান কান্তি দেব এর ছেলে হারী প্রেম (৬), মেয়ে লক্ষী দেব (১০), চন্দনাইশ থানার গাছবাড়িয়া গ্রামের বিনোদ বিহারী পালের মেয়ে বেবী রানী পাল (৩৪), গাজীপুর জেলার টঙ্গী থানার দত্তপাড়া গ্রামের মো. আলী আকবর এর ছেলে মো. আলী আশিক স্বাধীন (২৫), বাগেরহাট জেলার চিতলমারী থানার শৈলদাহ গ্রামের তরুন বিশ্বাসের ছেলে রাজ বিশ্বাস (১২), একই গ্রামের ভীষন নাথ বৈদ্য এর মেয়ে রিতা বৈদ্য (২৭) এবং সাতক্ষীরার শ্যামনগর থানার ঘোশালপুর গ্রামের মো. হচেন গাজীর ছেলে মো. মাহফুজ গাজী (২৯)।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ভারতের হাকিমপুর চেক পোস্ট অতিক্রম করার সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা হাকিমপুর ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা তাদেরকে আটক করে। পরবর্তীতে শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ভারতীয় বিএসএস আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশ সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনস্থ তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো.আবুল কাশেম এর মধ্যস্থতায় তলুইগাছা সীমান্তে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপার্দ করা হয়। এঘটনায় বিজিবির নায়েব সুবেদার আবুল কাশেম বাদী হয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ভারত থেকে ফিরে আসা মাহফুজ গাজী জানান, বেশ কয়েক বছর আগে সীমান্ত পেরিয়ে তিনি ভারতে যান। কোলকাতার নিউ টাউন-রাজারহাট এলাকায় থেকে তিনি বিভিন্ন ধরনের কাজ করতেন। সম্প্রতি পুলিশ বাংলাদেশিদের আটক করতে ব্যাপক ধড়পাকড় শুরু করে। ফলে গ্রেপ্তার এড়াতে তিনিসহ অন্যরা বৃহস্পতিবার রাত ৮টার দিকে হাকিমপুর বিএসএফ ক্যাম্পে গিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে শুক্রবার সন্ধ্যায় তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) সুশান্ত ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকদের নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।
খুলনা গেজেট/এএজে