সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় পথচারী সূর্যকান্ত রায় (৫৬) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় ভারতীয় ভিসা অফিসের সামনে এই ঘটনা ঘটে।

নিহত সূর্যকান্ত রায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের পারশেমারী গ্রামের মৃত্যু অমূল্য রায়ের ছেলে।

তিনি দেবহাটার সখিপুর হাজী কেয়ামউদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজের গনিত বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। চাকুরীর সুবাদে তিনি সাতক্ষীরা শহরের রথখোলার বিল এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কলেজ শিক্ষক সূর্যকান্ত রায় বেলা ২ টা ৩৮ মিনিটের দিকে শহরের ইটাগাছা এলাকায় ভারতীয় ভিসা অফিসের সামনে দৌড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বাকালগামী দ্রুতগতির এটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি বেঁচে নেই।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন