সাতক্ষীরায় টাস্কফোর্সের অভিযানে দু’টি ইটভাটা মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলার তালা উপজেলার আলাদীপুর ও জাতপুর নামক স্থানে কয়লার পরিবর্তে জ্বালানী কাঠ পুড়িয়ে পরিবেশ দূষণকারী ইটভাটায় টাস্কফোর্সের অভিযানে দু’টি ইটভাটা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টা থেকে বেলা একটা পর্যন্ত অভিযান চালিয়ে ইট ভাটার মালিক সাধন পাল ও সঞ্জয় পালকে এই অর্থ জরিমানা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সাতক্ষীরার তালা উপজেলার আলাদীপুর ও জাতপুর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী পরিবেশের ক্ষতি করে কয়লার পরিবর্তে জ্বালানী কাঠ পুড়িয়ে ইট তৈরী করছে যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় বিজিবি, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় পরিবেশ দূষণ এবং পরিবেশ আইন লঙ্ঘন করার দায়ে টাস্কফোর্স দল কর্তৃক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬ ধারা মোতাবেক ইট ভাটার মালিক সাধন পাল ও সঞ্জয় পালকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাহাত খান, বিজিবি’র পক্ষে ৩৩ বিজিবির সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আশরাফ আলীসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এরূপ অভিযান অব্যহত থাকবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন