ভারতের হাকিমপুর ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসর্মপণকৃত নারী ও শিশুসহ ৪ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো লাইনের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে রাতে বিজিবি তাদেরকে সাতক্ষীরা সদর থানায় পুলিশে কাছে সোপর্দ করে।
হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন, খুলনার বটিয়াঘাটা থানার নিজগ্রাম গ্রামের মোঃ আব্দুল লতিফ আকুঞ্জির ছেলে মোঃ ফরাদ আলী আকুঞ্জি (৫৩), মাগুরা জেলার মোহাম্মাদপুর থানার নাগড়া গ্রামের মোঃ মহুবার মোল্যার ছেলে মোঃ রাজিব মিয়া (৩০), রাজিব মিয়ার স্ত্রী মোছাঃ লাভলী আক্তার যুথী (২০) ও তাদের ছেলে মোঃ তাওসীফ (২)।
বিজিবি সূত্র জানায়, গত ২ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে ভারতের হাকিমপুর চেক পোষ্ট অতিক্রম করার সময় বিএসএফ তাদেরকে আটক করে। পরবর্তীতে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে ভারতীয় বিএসএস আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বাংলাদেশ সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনস্থ তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কাশেম এর মধ্যস্থতায় তলুইগাছা সীমান্তে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে রাত পৌনে ৮টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়।
ভারত থেকে ফিরে আসা রাজিব মিয়া জানান, দেশে ফেরার জন্য পরিবারের সদস্যদের নিয়ে মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি ভারতের হাকিমপুর বিএসএফ ক্যাম্পে হাজির হয়ে স্বেচ্ছায় আত্মসর্মপণ করেন। পরে বুধবার বিকালে সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে বিজিবির হাতে তুলে দেয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেসন্স) সুশান্ত ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকদের নাম ঠিকানা যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।
খুলনা গেজেট/এনএম