সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ মোটরযানের বিরুদ্ধে অভিযান, মামলা ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ মোটরযান চলাচল রোধে বিশেষ মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে শহরের লাবসা এলাকায় লস্কর ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

২০ বছরের অধিক পুরনো বাস-মিনিবাস ও ২৫ বছরের অধিক পুরনো ট্রাক-কাভার্ডভ্যানকে লক্ষ্য করে পরিচালিত অভিযানে চারটি মামলায় মোট ১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ওভারস্পিড ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর বিষয়েও নজর দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিল হোসেন শামীম। সঙ্গে ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক মো. ওবায়দুর রহমান ও আনসার সদস্যরা।

বিআরটিএ সূত্র জানায়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ ও খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি.) মো. জিয়াউর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হচ্ছে। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা জানান, মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা কমানো ও যানবাহন মালিক-চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন