সাতক্ষীরায় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণের অভিযোগে দুটি ফার্মেসি মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের সার্কিট হাউজ মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে আহসান মেডিকেল হলের মালিককে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মেসার্স সোহাগ ফার্মেসির মালিককে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিল হোসেন তামিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা ঔষধ পরিদর্শক বাশারফ হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা।
ম্যাজিস্ট্রেট নাভিল হোসেন তামিম জানান, অভিযানের সময় উভয় প্রতিষ্ঠানে ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ কারণে ঔষধ ও কসমেটিক আইন ২০২৩ এর ৪০(খ) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ফার্মেসি মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি সাতক্ষীরার বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে একাধিক অভিযান পরিচালনা করছে প্রশাসন। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/এসএস