Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

শ্যামনগরে বজ্রপাতে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে জয়ন্ত কুমার মন্ডল(৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নওয়াবেকী-কলবাড়ী রাস্তার উপরে আকস্মিক বজ্রপাতের এঘটনা ঘটে।

নিহত জয়ন্ত কুমার মন্ডল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড় কুপট গ্রামের তেজেন্দ্র নাথ মন্ডলের ছেলে।

আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় সময়ই রাস্তার উপর ঘুরে বেড়াতেন। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন