Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুরাইয়া সুলতানা (২০)নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার(১৩ আগস্ট) দুপুর ২টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে সুরাইয়ার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সুমাইয়া সুলতানা সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মোসলেম আলীর মেয়ে এবং গদাঘাটা গ্রামের নাঈম ইসলামের স্ত্রী। সুরাইয়া সুলতানার আরিয়ান (২) নামে একটি ছেলে আছে।

নিহত গৃহবধুর পিতা মোসলেম আলী জানান, দুপুরে গোসল করে আমি ঘরে বারান্দায় উঠি। পরে আমার মেয়ে সুরাইয়াকে ঘরে থাকা ফ্যানের সুইচ অন করতে বলি।ঘর থেকে তার বের হতে দেরী হওয়ায় তার মা তাকে ডাকতে গেলে বিদ্যুৎস্পৃষ্টের বিষয়টি বুঝতে পেরে মেইন সুইচ অফ করে দেয়। ততক্ষণে সুরাইয়া সুলতানা মৃত্যুর কোলে ঢলে পড়ে ।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন