জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় মিছিল ও আলোচনা সভা করেছে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার (৬ আগস্ট) সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সামনে শহীদ মিনার চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সকালে একটি বিজয় মিছিল বের করা হয়। বিজয় মিছিলটি জেলা জজ আদালত প্রাঙ্গন ঘুরে আইনজীবী সমিতির সামনে শহীদ মিনার চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
ফোরামের আহবায়ক অ্যাড. মো. আকবর আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. নুরুল আমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জজ কোর্টের জিপি অ্যাড. অসীম কুমার মন্ডল, সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. শেখ আলমগীর আশরাফ, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ অ্যাড. শেখ সিরাজুল ইসলাম (৫), অ্যাড. আসাদুর রহমান বাবু, অ্যাড. সুনিল কুমার ঘোষ, অ্যাড. এবিএম সেলিম, অ্যাড. আব্দুল জলিল (৩), অ্যাড. গোবিন্দ চন্দ্র বল্লভ, অ্যাড. আলতাফ হোসেন, অ্যাড. মিজানুর রহমান বাপ্পী, অ্যাড. শাহরিয়ার হাসিব, অ্যাড. এসএম সোহরাব হোসেন বাবলু, অ্যাড. তোহা কামাল উদ্দিন, অ্যাড. সরদার সাইফ, অ্যাড. আবু সাইদ রাজা, অ্যাড. জিএম ফিরোজ আহমেদ, অ্যাড. জাহাঙ্গীর আলম, অ্যাড. ইমরান শাওন, অ্যাড. তারিফ ইকবাল, অ্যাড, রেজাইল ইসলাম, অ্যাড. রফিকুল ইসলাম খোকন প্রমুখ।
খুলনা গেজেট/এএজে