Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৬ই আগস্ট, ২০২৫ । ২২শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

তালায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালি

তালা প্রতিনিধি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে তালা উপজেলা বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে তালা আনিসা ক্লিনিকের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে এদেশে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ করে এ গণঅভ্যুত্থান গড়ে তোলা হয়েছে। খালেদা জিয়া কখনো ক্ষমতার লোভে ছিলেন না, ছিলেন জনগণের পক্ষে। ২০০৮ সালের নির্বাচনেই তার প্রমাণ পাওয়া যায়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে দেশের সকল রাজনৈতিক দল একজোট হয়ে কাজ করেছে। তাই কেউ এ গণ-অভ্যুত্থানের একক কৃতিত্ব দাবি করতে পারে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায় এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইয়াছিন উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক মীজা আতিয়ার রহমান প্রমুখ।

র‍্যালি ও আলোচনা সভায় উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন