Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৩১শে জুলাই, ২০২৫ । ১৬ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা

সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাতে শ্যামনগর উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল বের করে শ্যামনগর উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে আসন পরিবর্তনের ফলে একটি বিশেষ রাজনৈতিক দলের সুবিধা এবং জনগণের ভোটাধিকার খর্ব হবে বলে অভিযোগ করা হয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন। তাদের দাবি, পূর্বের আসন ফিরিয়ে দেওয়া হোক। অন্যথায় শুধু শ্যামনগরকে নিয়ে একটি আসন ঘোষণা করা হোক।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,  সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ডক্টর মনিরুজ্জামান মনির, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবির, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জি.এম লিয়াকত আলী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির প্রমুখ।
 নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত খসড়া অনুযায়ী, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে। এ দুটি আসল সাতক্ষীরা -৩  ও সাতক্ষীরা -৪। এর মধ্যে সাতক্ষীরা-৩ আসনের সীমানা নির্ধারণ করে করা হয়েছে কালিগঞ্জ ও দেবহাটা উপজেলা নিয়ে এবং সাতক্ষীরা-৪ আসনের সীমানা নির্ধারণ করেছে শ্যামনগর ও আশাশুনি উপজেলা নিয়ে।
এদিকে বুধবার বিকালে নির্বাচন কমিশনারের খসড়া প্রকাশের পরপরই বিক্ষোভে ফেটে পড়েন শ্যামনগর উপজেলার মানুষ। রাতে তারা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন