Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৩১শে জুলাই, ২০২৫ । ১৬ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

শ্যামনগরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই) বিকালে শ্যামনগর-বংশীপুর সড়কের পাশে গাছ কাটার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আলম শেখ (৫০)। তিনি বগুড়া জেলার শেরপুর থানার জামুর গ্রামের তোমছের আলী শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলম শেখ শ্যামনগর-ভেটখালী সড়ক সংস্কারের প্রয়োজনে সোনার মোড় এলাকায় সামাজিক বনবিভাগের লাগানো গাছ কাটার কাজ করছিলেন। বুধবার বিকালে একটি গাছ কাটার সময় অসাবধানতাবশত: তিনি গাছের উপর থেকে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন