Edit Content
খুলনা, বাংলাদেশ
মঙ্গলবার । ২৯শে জুলাই, ২০২৫ । ১৪ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরা সরকারী কলেজ পুকুরে গোবর ফেলে নষ্ট করা হচ্ছে সুপেয় পানির আধার 

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

কলেজের শিক্ষার্থী ও গ্রামবাসীদের জন্য সুপেয় এবং গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য পানি সরবরাহ করার লক্ষ্যে সাতক্ষীরা সরকারি কলেজের সংস্কার করা পুকুরটিতে এখন মাছ চাষ করা হচ্ছে। আর মাছ চাষের জন্য ইজারা গ্রহীতা পুকুরের পানিতে ফেলছেন গোবর। ফলে পুকুরের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় গ্রামবাসী।
এবিষয়ে কলেজ কর্তৃপক্ষের বার বার দৃষ্টিআকর্ষণ করার পরও কোন ব্যবস্থা না নেওয়ায় প্রতিকার চেয়ে সোমবার (২৮ জুলাই) সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসী
খোঁজ নিয়ে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলায় পুকুর -খাল উন্নয়ন প্রকল্পের অধীনে সাতক্ষীরা সরকারী কলেজের পুকুর পাড়ে ২টি ঘাটলা নির্মান করা হয়। প্রকল্পের প্রধান উদ্দেশ্য ছিল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয়দের সুপেয় এবং গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য পানি সরবরাহ করা। ৪৪ লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করে এলজিইডি সাতক্ষীরা। কিন্তু সেই পুকুর এখন মাছ চাষের জন্য ইজারা দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।
স্থানীয়রা জানান, এই প্রকল্পের উদ্দেশ্য ছিল কলেজের শিক্ষার্থী ও গ্রামবাসীদের জন্য সুপেয় ও গৃহস্থালি কাজের জন্য পানি সরবরাহ, ভূ—গর্ভস্থ পানি সংরক্ষণ, ভূ—উপরিস্থ পানি ব্যবহারে জনগণকে উৎসাহিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা। মাছ চাষ করলে পুকুরের পানীয় জল সরবরাহের অনুপযোগী হয়ে পড়বে।
মাছ চাষের জন্য পুকুর ইজারা দেওয়ার বিষয়  জানতে চাইলে সাতক্ষীরা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম বলেন, পুকুরে মাছ চাষ করার কোন অনুমতি নেই। তবে হোস্টেলের ছাত্রদের খাওয়ার জন্য মাছ চাষ করতে পারে। পুকুরে আগামিতে আর মাছ চাষ করতে দেব না। তবে পুকুরের পানিতে গোবর দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।
স্থানীয় মাহমুদ হোসেন, নিজাম উদ্দীন, সোহরাব হোসেন জানান, পুকুরটি পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। প্রায়ই দিন মাছের খাবার হিসেবে পুকুরে বস্তা বস্তা গোবর ফেলা হচ্ছে। পানিতে দুর্গন্ধ ছড়াচ্ছে।  সোমবার (২৮ জুলাই) বিকাল পর্যন্ত পুকুর পাড়ে কয়েক বস্থা গোবর পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
।লিখিত অভিযোগে তারা জানান, সাতক্ষীরা সরকারি কলেজ চত্বরে অবস্থিত পুকুরটি দীর্ঘদিন ধরে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত ছিল এবং এটি এলাকার একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাধার হিসেবে পরিচিত। জনগুরুত্ব বিবেচনায় কলেজ কর্তৃপক্ষের সম্মতিতে শর্ত সাপেক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পুকুরটি সংস্কার করে পূর্ব—পশ্চিম পাড়ে দু’টি ঘাটলা নির্মাণ করে দেয়। কিন্তু বর্তমানে উক্ত পুকুরে মাছ চাষের জন্য বস্তা বস্তা গোবর দিচ্ছেন নিজের আগ্রহীতা । এছাড়া নিয়মিতভাবে মুরগির বিষ্ঠা ও ফেলা হচ্ছে, যা পুকুরের পানি দুষিত করছে এবং আশপাশের এলাকায় দূর্গন্ধ ছড়াচ্ছে।
 এই দূষণের কারণে শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। প্রাকৃতিক জলাধার বিবেচনায় এলাকাবাসী অনেকেই রান্নার কাজে এ পুকুরের পানি ড্রাম ভরে নিয়ে যেত, যা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন