শুক্রবার । ১২ই ডিসেম্বর, ২০২৫ । ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২

নড়াইলে পুকুরপাড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরপাড় থেকে মো. তাজিম মোল্যা (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের চর-আড়িয়াড়া গ্রামের হবি মৃধার বাড়ির পাশের একটি পুকুরের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তাজিম একই গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. শহিদুল মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে তাজিম বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি দোকানে ক্যারাম খেলতে যায়। পরে সে আর বাড়ি ফেরেনি। পরিবার রাতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রোববার সকালে বাড়ির অদূরে পুকুরপাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহটি তাজিমের বলে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় তাজিমের তিন বন্ধুকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, রাতে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে তাজিম মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) তারোক বিশ্বাস জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদে রাখা হয়েছে।”




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন