গাছ বেচাকেনা কেন্দ্র করে নড়াইলের নড়াগাতি থানার ডুমুরিয়া গ্রামে ইমদাদ শেখ (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার (২৪ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
নিহত ইমদাদ শেখ নড়াগাতি থানার ডুমুরিয়া গ্রামের সিরাজুল ইসলাম শেখের ছেলে।
ওসি আশিকুর রহমান জানান, ১০ দিন আগে ডুমুরিয়া গ্রামের শওকত মোল্লার সঙ্গে রাসেল মোল্লার গাছ বেচাকেনা নিয়ে কথা কাটাকাটি হয়। সোমবার রাতে ডুমুরিয়া বাজারে শওকতের মামা ইমদাদ শেখ বিষয়টি জানতে রাসেলের কাছে গেলে রাসেল ও তার সহযোগীরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ইমদাদকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০–শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. শাহ আলম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নড়াগাতি থানার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এএজে

