সোমবার । ১লা ডিসেম্বর, ২০২৫ । ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২

নড়াইলে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইল সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মো. আকবার মোল্যা (৬৫) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে গোবরা মিত্র কলেজের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকবার মোল্যা সিঙ্গাশোলপুর ইউনিয়নের চুনখোলা গ্রামের মৃত মকছেদ মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে যশোরের নওয়াপাড়া থেকে নড়াইলগামী একটি ট্রাক গোবরা মিত্র কলেজের সামনে পৌঁছালে তার অটোভ্যান নিয়ে মূল সড়কে উঠছিলেন। এসময় ট্রাকটি সরাসরি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় এক অটোভ্যান চালকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন