মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর-বড়দিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে প্রিন্স শেখ (২৭) হাতে ছুরিকাঘাতে এবং বিপুল মোল্লা (৩৫) টেটার আঘাতে গুরুতর আহত হন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ফজর মোল্লা ও নওশের মোল্লা নিয়ন্ত্রিত দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র, টেটা (কোচ) ও ছুরি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন