মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

নড়াইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের লোহাগড়ায় পুকুরে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার নলদী ইউনিয়নের বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম মুনতাহা। সে মালয়েশিয়া প্রবাসী ইমরুল মোল্যার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মুনতাহা বাড়িতে খেলা করছিলো। এসময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর মেয়েকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। একপর্যায়ে বাড়ির উত্তর পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।প্রতিবেশীদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার পেট থেকে পানি বের করার চেষ্টা করা হয়, তবে কোনো সাড়া না পেলে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ভাষিকা মিফতাহুল ফাইকা বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন