মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

নাশকতার চার মামলায় সাবেক এমপি কবিরুল হক মুক্তি কারাগারে

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানায় দায়ের করা নাশকতার চারটি মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মুক্তিকে প্রথমে কালিয়া থানার দুটি নাশকতা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়। আদালতের বিচারক রত্না সাহা তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এরপর নড়াগাতী থানার আরো দুটি নাশকতা মামলায় মুক্তিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে নেয়া হয়। এ আদালতের বিচারক মারুফ হাসানও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে ঢাকার গুলশানের নিকেতন এলাকা থেকে কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় করা মামলায় গ্রেপ্তারের পর গত ২৫ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ছাড়া সাবেক এমপি কবিরুল হক মুক্তি ও তার স্ত্রী চন্দনা হকের বিরুদ্ধে দুর্নীতির মামলাও করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

উল্লেখ্য, কবিরুল হক মুক্তি নড়াইল-১ আসন থেকে টানা চারবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন