নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের মাধবপাশা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন আহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) বিকেলর দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, জমির লিজ নেওয়াকে কেন্দ্র করে আক্তার মোল্লা ও তার ভাতিজা আলম মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার বিকেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এ সময় আলম মোল্লা পরিবারের সদস্য আলম মোল্লা, মিতা বেগম, মালিহা বেগম ও রেফাজ উদ্দিন মোল্লা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তিনজনকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং গুরুতর আহত আলম মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
