নড়াইলের কালিয়া উপজেলার পেরুলী ইউনিয়নের ঋষিপাড়া সর্বজনীন পূজা মন্দিরের মেলায় কেনাকাটাকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
বুধবার রাতে খড়রিয়া বাজার এলাকার ঋষিপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মেলায় আগত মহিলাদের কেনাকাটাকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মিঠুন বিশ্বাস ও তাপস বিশ্বাসের মধ্যে এ সংঘর্ষ হয়।
এসময় মিঠুন বিশ্বাস গ্রুপের সুমন বিশ্বাস (২০), সূর্য বিশ্বাস (৩০) ও জীবন বিশ্বাস আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কালিয়া আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মারুফ উল ইসলাম ও কালিয়া থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন।
বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে পুলিশ জানিয়েছে।
খুলনা গেজেট/এনএম