বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নড়াইলে ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইল সদর উপজেলায় আকবার ফকির (৬৫) নামে এক ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আকবার ফকির আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের মৃত মমিন ফকিরের ছেলে। পেশায় তিনি ইজিবাইক চালক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে বের হন আকবার ফকির। এরপর আর তিনি ফেরেননি। পরদিন সকালে বুড়িখালি গ্রামের একটি বাঁশবাগানে তালগাছের সঙ্গে গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পান স্থানীয়রা। এসময় মরদেহের গলা ও পুরুষাঙ্গ কাটা ছিলো। পরে খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আকবার ফকির নামে এক বৃদ্ধের গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন