নড়াইল সদর উপজেলার চণ্ডিবরপুর ইউনিয়নের পাইকমারি গ্রামে পানিতে ডুবে আনিসা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাইকমারি গ্রামের সেকেন সরদারের মেয়ে আনিসা সকালে বাড়ির উঠানে খেলছিল। এ সময় পরিবারের অন্য সদস্যরা গৃহকর্মে ব্যস্ত থাকায় অগোচরে সে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবার পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
গুরুতর অবস্থায় শিশুটিকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি বেঁচে নেই।
খুলনা গেজেট/এএজে