নড়াইলের কালিয়া উপজেলার যোগানিয়া-নলামারা এলাকায় অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নড়াগাতী থানা পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবা থেকে মরদেহটি দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে কচুড়িপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত কিশোরীর বয়স আনুমানিক ১৬ থেকে ১৭ বছর বলে জানিয়েছে পুলিশ।
নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান বলেন, ‘মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও দায়ীদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
খুলনা গেজেট/এসএস