Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৭ই আগস্ট, ২০২৫ । ২৩শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে দুর্নীতিবিরোধী শপথ নিল চার শতাধিক শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 

নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছে চার শতাধিক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৭ আগস্ট) লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীরা এই শপথ গ্রহণ করে।

“নিজেরা দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয় দিব না”—এই মূলমন্ত্র নিয়ে শপথ বাক্য পাঠ করান লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) নির্বাহী সদস্য শারমিন ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুপ্রক লোহাগড়া উপজেলা কমিটির নির্বাহী সদস্য কোহিনুর পারভিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. তৌহিদুল ইসলাম।অনুষ্ঠানের শুরুতে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং দুদকের দেওয়া শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদুজ্জামান, দুপ্রক লোহাগড়া উপজেলা কমিটির সাবেক সভাপতি শেখ নজরুল ইসলাম ও সাবেক সহ-সভাপতি শেখ কবির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার করেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন