Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৩১শে জুলাই, ২০২৫ । ১৬ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঢাকা- কালনা-বেনাপোল জাতীয় মহাসড়কের লোহাগড়ার কালনা আমতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলের চালক মো: মোস্তাফিজুর রহমান (৫০) নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবরা হাচলা
গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লোহাগড়ার মধুমতী সেতুর পশ্চিম প্রান্তে সিএনজি স্টেশনের ম্যানেজার মো: মোস্তাফিজুর রহমান প্রতিদিনের ন্যায় কাজ শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি কালিয়ার বাবরা-হাচলা গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে লোহাগড়ার কালনা আমতলা নামক স্থানে  পৌঁছালে একটি ভ্যানের সাথে ধাক্কা লেগে মোস্তাফিজুর সড়কে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মাল বোঝাই ট্রাক মোস্তাফিজুরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোস্তাফিজুর রহমান মৃত্যুর কোলে ঢলে পড়ে।
দূর্ঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ দূর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন