Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

লোহাগড়ায় ছাত্রদলের দুই কর্মীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার ধলইতলা গ্রামের ছাত্রদল কর্মী আজম শেখ ও মহিউদ্দিন শেখ ওরফে কালুকে হত্যা চেষ্টার প্রতিবাদে ও জড়িত আসামিদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।সোমবার (২১ জুলাই) বিকাল ৫ টায় ক্ষুদ্ধ গ্রামবাসীর আয়োজনে ধলইতলা গ্রামের রইস টি স্টলের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন শেখ ইমদাদুল হক, মো. চঞ্চল শেখ, মো. মনু শেখ, মো. ইকু শেখ, মো. কালু শেখ, মো. হাসি শেখ ও মোজাম শেখ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত ৬ জুলাই সন্ধ্যায় ছাত্রদল কর্মী আজম শেখ ও মহিউদ্দিন শেখ ওরফে কালু বাড়ি ফেরার পথে ফারদিন গাজীর বাড়ির সামনে পৌঁছালে পূর্ব বিরোধের জের ধরে ওই গ্রামের কেরাম শেখ, ওবায়দুল শেখ, অহিদুল গাজী, গাজী ফারদিন ওরফে কুটি, মিন্টু গাজী, শেখ আশরাফুল, খাইরুল শেখ, সোহাগ, শাহাবুদ্দিন, জামির ও রমজান পরস্পর যোগসাজশে আজম শেখ (২০) ও মহিউদ্দিন শেখ ওরফে কালুকে (২৬) কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। গুরুতর আহত আজমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আজম ঢাকা পঙ্গু হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

মানববন্ধনে বক্তরা অভিযোগ করে আরও বলেন, মামলা করার পর পুলিশ এজাহারভুক্ত কোন আসামিকে গ্রেপ্তার করে নাই। বর্তমানে আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য অব্যাহতভাবে হুমকি-ধামকি দিচ্ছে। এ ব্যাপারে আমরা থানা পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

এ ঘটনায় আহত আজম শেখের মা মলিনা বেগম বাদী হয়ে ৮ জুলাই উল্লেখিত ১০ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩, তারিখ, ৮/৭/২৫ ইং।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ওই মামলার আসামিদের আটক করে আইনের আওতায় আনা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন