Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে ভাতিজার বল্লমের আঘাতে চাচা খুন

গেজেট ডেস্ক

নড়াইলে বসতভিটা নিয়ে বিরোধের জেরধরে ভাইপোর বল্লমের আঘাতে চাচা খুন হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নড়াগাতী থানা সংলগ্ন ডুমুরিয়া গ্রামে এঘটনা ঘটে।

নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খানম জানান, বসতভিটা নিয়ে নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামে আঃ জলিল মৃধার সঙ্গে (৫২) তার ভাইপো আয়নালের (৩৫) মধ্যে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাত ৯টার দিকে তাদের মধ্যে বাকবিতণ্ডা বাঁধে। বাদানুবাদের একপর্যায়ে উত্তেজনার বসে অয়নাল নিজের ঘর থেকে বল্লম বের করে নিয়ে জলিলের উপর চড়াও হয়। একপর্যায়ে সে জলিলের পেটে বল্লম বিদ্ধ করে পালিয়ে যায়।

এ অবস্থায় স্বজন ও প্রতিবেশীরা মুমূর্ষু জলিলকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে পৌঁছালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক আয়নালকে ধরতে জোর পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন