Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ব্যাংকের সিকিউরিটি গার্ড নিহত

নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলার কালিয়া-খুলনা সড়কের কালিয়া পৌর শহরের উথলি নামক স্থানে শুক্রবার সকালে বালিবাহী ট্রলি চাপায় মধুমতি ব্যাংক কালিয়া শাখার সিকিউরিটি গার্ড ইমামুল ফকির (৪৩) নিহত হয়েছেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইমামুল ফকির কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের জামির ফকিরের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে কালিয়া থেকে মধুমতি ব্যাংকের সিকিউরিটি গার্ড ইমামুল বাইসাইকেলযোগে তার বাড়ীর উদ্দেশ্যে রওনা হন।পথিমধ্যে কালিয়া পৌর এলাকার উথলি পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি টলি চাপা দিলে ইমামুল ফকির গুরুতর আহত হন।আহত ইমামুলকে উদ্ধার করে মূমুর্ষূ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ওসি মো.রফিকুল ইসলাম আরো বলেন, ‘এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন