শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

ডুমুরিয়ায় কৃষকের স্বস্তি এবার টমেটোর বাজারে, বেড়েছে লাউয়ের দাম

ডুমুরিয়া প্রতিনিধি

শীতের প্রভাব কমায় মৌসুমি সবজি বাজারে স্বস্তি ফিরলেও কয়েকগুণ বেড়েছে লাউয়ের দাম। দু’দিনের ব্যবধানে ৫/৭ টাকার প্রতি পিস লাউ বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা দরে। অন্যদিকে ৩৮/৪০ টাকার টমেটো বিক্রি হয়েছে ৩০/৩২ টাকা কেজি দরে। ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, সিমসহ সব ধরনের শীতকালীন সবজির দাম ১০/১৫ টাকা কমেছে। গতকাল শনিবার সকালে ডুমুরিয়া পাইকারি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

সরেজমিনে যেয়ে দেখা যায়, টমেটোর দাম হঠাৎ করে কমে গেছে। শীতের প্রভাব কমায় বাজারে ব্যাপক পরিমাণ উঠেছে টমেটো। ভালো মানের টমেটো ৩০/৩২ টাকায় বিক্রি হয়েছে গতকালের বাজারে। যা দু’দিন আগে ছিলো ৪০/৪২ টাকা। একই সাথে কমেছে সব ধরনের সবজির দাম। শিম বিক্রি হয়েছে ১১ টাকা, ওলকপি ২২ টাকা থেকে ২৭ টাকা, ফুলকপি ২০/২২ টাকা, বিটকপি ২৪ টাকা এবং বাঁধাকপি বিক্রি হয়েছে ১২ টাকা।

বাজারে সবজি বিক্রি করতে আসা জেলেরডাঙ্গা গ্রামের সুনিল কুমার মন্ডল জানান, “২৭ টাকা কেজি দরে ৭০ কেজি ওলকপি ব্যাপারীর নিকট পাইকারি বিক্রি করা হয়েছে। এর মধ্যে কেজিতে ১ টাকা করে আড়তদার কমিশন নিয়েছে। লাউ প্রতি ১ টাকা কমিশন বাদে প্রতি পিস লাউ বিক্রি হয়েছে ৩৫ টাকা দরে।”

তিনি বলেন, “গত সপ্তাহে লাউ প্রায় অবিক্রি ছিলো। লাউ বিক্রি করে ভ্যান ভাড়ার টাকা উঠতো না। এখন দামটা মোটামুটি পর্যায়ে এসেছে।”

সাহস গ্রামের নূর মোহাম্মদ মোল্যা জানান, “শিমের দাম একদম পড়ে গেছে। গত সপ্তাহে ১৭/১৮ টাকা যে শিম বিক্রি করেছি আজ তা বিক্রি করলাম ১১ টাকা কেজি দরে। তবে কাতলা শিম বিক্রি হয়েছে ২৭ টাকায়।”

কুলটি গ্রামের কৃষক হারান চন্দ্র গোলদার জানান, “আমি ৮শ’ কেজি টমেটো বিক্রি করেছি গতকাল বাজারে। দাম একটু কমলেও অন্য বছরের চেয়ে এবার কয়েকগুণ লাভবান হয়েছি।”

বরিশালের পাইকারী ব্যাপারী নজরুল ইসলাম জানান, “টমেটো গতকাল শনিবার ৩২ টাকা কেজি দরে কিনতে পেরেছি। শুক্রবার এর দাম ৪০ টাকার উপরে ছিলো। অন্য সবজির দাম ¯িতি থাকলেও দিন দিন টমেটোর দাম কমবে।”

আড়তদার চয়ন কুমার সরকার জানান, “গত বছরের তুলনায় চলতি মৌসুমে সবজির দাম অনেক বেশি। তবে সবজি প্রধান কিছু এলাকা জলাবদ্ধ হয়ে পড়ায় সবজির খানিকটা ঘাটতি হয়ে পড়ে। যার ফলে শীত মৌসুমে বাজারে চাহিদার তুলনায় সবজি আমদানি কম ছিলো।”

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন