বুধবার । ৩রা ডিসেম্বর, ২০২৫ । ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২

আল্লাহর আদালতে বিচার দিলেন নিহত রাজনের বাবা এজাজ

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা আদালতের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত রাজনের বাবা মোঃ এজাজ শেখ মামলা করতে নারাজ। পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে তিনি তার ছেলে হত্যার বিচার আল্লাহর আদালতে দিয়েছেন।

গতকাল মঙ্গলবার সকালে রূপসা উপজেলার বাগমারা গ্রামে নিহত রাজনের বাবা ব্যাবসায়ী এজাজ শেখ এর কাছে মামলার বিষয় জানতে চাইলে তিনি এভাবে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি খুলনা গেজেটের প্রতিনিধিকে বলেন, “বিচারতো আদালতে হয়ে থাকে। কিন্তু আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলে কার কাছে বিচার চাইবো। চারিপাশে প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাসা এবং অফিস রয়েছে। এমন একটি জায়গায় নিরাপত্তার চিত্র যদি এমন হয় তাহলে মানুষ কোথায় যাবে। আমি কোন মামলা করব না। মামলা করে কি হবে? আমার একটা মাত্র ছেলে তাকেতো ওরা মেরে ফেলেছে। এখন মামলা করলে কী আমার ছেলেকে ফিরে পাবো? আমার বা আমার পরিবারের নিরাপত্তা কে দেবে? আমি আল্লাহর কাছে বিচার দিলাম তিনিই উত্তম বিচার কারনেওয়ালা। বন্ধুর উপকার করতে গিয়ে আমার ছেলে মিথ্যা মামলায় ফেঁসেছে। জেলে থাকা অবস্থায় আমার ছেলেকে হত্যা ও অস্ত্র মামলা সহ ছয়টি মামলা দেয়া হয়েছে। সেই মামলায় হাজিরা দিতে গিয়ে আজ আমার ছেলে সন্ত্রাসীদের গুলিকে নিহত হয়েছে। আমার ছেলের জীবন ধ্বংস করে দিয়েছে পুলিশ।”

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আমার ছেলের বিরুদ্ধে আপনারা কেউ অপপ্রচার করবেন না। আমার ছেলে তো মারা গিয়েছে তার আর কি হবে। আপনারা আমার পরিবার এবং ছেলে সম্পর্কে এলাকায় এসে ভালো করে জানেন। খোঁজ নিয়ে দেখুন সে আদৌ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত কিনা। পুলিশের হাতে ষড়যন্ত্রমূলকভাবে আটকের আগে ওর বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ ছিলো কিনা খোঁজ নিয়ে দেখুন। আপনাদের প্রতি এটা আমার অনুরোধ।”

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন