বুধবার । ১২ই নভেম্বর, ২০২৫ । ২৭শে কার্তিক, ১৪৩২

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় রাস্তা পারাপারের সময় মাহেন্দ্র’র ধাক্কায় মো. সাইমন হাসান (১২) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে কাগজিপাড়া মোড়ে বানিয়াখালি সড়কে এ ঘটনা ঘটে।

নিহত সাইমন হাসান কাগজিপাড়া গ্রামের শেখ এনামুল কবিরের ছেলে। সে কাগজিপাড়া আলামিন তাহফিজুল কুরআন মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র ছিলো।

জানা গেছে, কাগজিপাড়া আলামিন তাহফিজুল কুরআন মাদ্রাসার পাশেই বানিয়াখালী সড়কটি। দুপুর ১২ টার দিকে সাইমুন ও তার কয়েকজন সহপাঠীরা মাদ্রাসা থেকে বের হয়ে রাস্তাপার হচ্ছিলো। এসময় বানিয়াখালীগামী মাহেন্দ্র গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায়।

থানার এসআই নিয়াজ মাহমুদ জানান, মাদ্রাসা ছাত্র সাইমন হাসান বানিয়াখালী গামী নিয়ন্ত্রণহীন একটি মাহেন্দ্র’র চাপায় নিহত হয়েছে। এ ঘটনায় নিহত সাইমনের বাবা শেখ এনামুল কবির বাদী হয়ে চালক কাঞ্চনপুর গ্রামের আমান উল্লাহ সরদারের নামে মামলা দায়েরের প্রস্তুতি চালাচ্ছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন