রূপসায় পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

রূপসা প্রতিনিধি

খুলনার রূপসায় পানিতে ডুবে বাক ও শারীরিক যুবক রবিউল গাজীর (১৮) মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নৈহাটি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রবিউল গাজী ওই এলাকার রফিক গাজীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পার্শ্ববর্তী শরিফুলের পুকুরে সে গোসল করতে যায়। পা পিছলে পুকুরে পড়ে গিয়ে নিখোঁজ হয় প্রতিবন্ধী তিনি। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা পুকুর থেকে তাকে উদ্ধার করে র্তব্যরত চিকিৎসক জানান তিনি বেঁচে নেই।

এ ব্যাপারে রূপসা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন