Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যেকারণে খুলনায় হাতপাখার মেয়র প্রার্থীর ভোটের ফল প্রত্যাখান

 নিজস্ব প্রতিবেদক

ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ এনে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন করেছেন হাতপাখার মেয়র প্রার্থী আব্দুল আউয়াল।

সোমবার(১২ জুন) রাত ৮ টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

আব্দুল আউয়াল অভিযোগ করেন, ভোটারদের ভয় ভীতি প্রদর্শন করা, ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া, ভোটারের আঙুলের ছাপ নেওয়ার পর আওয়ামী লীগের লোকজন নৌকায় ভোট দেওয়া ও যেকোন প্রতিকে ভোট দিলে নৌকায় ভোট চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এমতাবস্থায় নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া কোনো বিকল্প পথ নেই।

প্রেস ব্রিফিংয়ে বরিশালে হাতপাখার মেয়র প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাথে সাথে তাদের গ্রেপ্তারের দাবি জানান এবং আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, খুলনা মহানগর এর কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন, সহকারী পরিচালক মুফতী আমানুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান সমন্বয়নকারী মুফতি ইমরান হুসাইন, সহ- সমন্বয়কারী হাফেজ আসাদুল্লাহ গালীব, নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপ-সম্পাদক মুফতী আমিরুল ইসলাম অর্থ সমন্বয়নকারী আবু গালিব,সহ সম্বয়নকারী রবিউল ইসলাম তুষার, ফেরদৌস গাজী সুমন, গনসংযোগ সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম,সহ-গণসংযোগ সমন্বয়কারী মুহ. মঈন উদ্দিন, মিডিয়া সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান, মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল-মামুন, এম এ সাদী, মোস্তফা আল গালীব, হাবিবুল্লাহ মিসবাহ সহথানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন