Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করবেন তালুকদার খালেক

 নিজস্ব প্রতিবেদক

তৃতীয়বারের মতো খুলনা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়ে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। সোমবার (১২ জুন) রাতে পুনরায় মেয়র নির্বাচিত হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন।

তালুকদার আব্দুল খালেক বলেন, কয়েকটি মিল-কারখানা বন্ধের কারণে অনেক শ্রমিক খুলনার বাইরে চলে গেছে। সে কারণে ভোটার উপস্থিতি নিয়ে যে প্রত্যাশা করা হয়েছিল তার চেয়ে কিছুটা ভোট কম পড়েছে। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করব। অসমাপ্ত কাজ সমাপ্ত করব এবং চলমান উন্নয়ন কাজ সম্পন্ন করবে।

রাত ৯টার দিকে খুলনা জেলা শিল্পকলা একাডেমি থেকে ফলাফল গ্রহণের পর দলের নেতাকর্মীদের সঙ্গে তিনি দলীয় কার্যালয়ে যান।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৮৯ কেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটারের মধ্যে ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ জন ভোট দিয়েছেন। অন্যান্য প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মো. আব্দুল আউয়াল পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু লাঙল প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৮ ভোট, জাকের পার্টির এসএম সাব্বির হোসেন গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৬ এবং স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুর রহমান টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট।

প্রসঙ্গত, তালুকদার আব্দুল খালেক নির্বাচনী প্রচারণার সময় ৬০ থেকে ৬৫ শতাংশ ভোটার উপস্থিতি হবে বলে আশা প্রকাশ করেছিলেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন