Edit Content
খুলনা, বাংলাদেশ
রবিবার । ৩১শে আগস্ট, ২০২৫ । ১৬ই ভাদ্র, ১৪৩২
Edit Content

সংরক্ষিত ৯ নং ওয়ার্ডে মাজেদা খাতুন পুন:নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন সংরক্ষিত ৯ নং ওয়ার্ড মাজেদা খাতুন ৮ হাজার ৫২৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রুমা খাতুন ৬ হাজার ৪৫০ ভোট পেয়েছেন।

সংরক্ষিত এই ওয়ার্ডে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন, বর্তমান কাউন্সিলর মাজেদা খাতুন, সাবেক কাউন্সিলর রুমা খাতুন, রেখা খানম ও নুপুর দাস।

বিজয়ের পর তিনি খুলনা গেজেটকে বলেছেন, ২০১৮ সালে প্রতিকূল পরিবেশে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচিত হন। সে সময়ে সাধারণ ভোটারদের ভালবাসা নিয়ে জয়লাভ করেছিলেন। আজও একই পরিবেশে তিনি তার প্রতিপক্ষ রুমা খাতুনকে হারিয়ে ২ হাজার ৭৭ ভোটের ব্যবধানে হরিয়ে জয়লাভ করেন।

তিনি আরও বলেন, জনগণের ভালবাসা নিয়ে তিনি আজকের এ বিজয় অর্জন করেছেন। এটা ওয়ার্ডবাসির বিজয়। ভবিষ্যতে তিনি অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন