Edit Content
খুলনা, বাংলাদেশ
রবিবার । ৩১শে আগস্ট, ২০২৫ । ১৬ই ভাদ্র, ১৪৩২
Edit Content

খুলনায় কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

 নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারি ও অসমর্থিত সূত্রে ৩১টি কাউন্সিলর পদে নির্বাচিত নাম জানাগেছে। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৮৯টি কেন্দ্রে একযোগে ইভিএমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ পর্যন্ত নির্বাচিত যাদের নাম জানাগেছে তারা হলেন ১ নম্বর ওয়ার্ডে শাহাদাত হোসেন মিনা, ২ নম্বর ওয়ার্ডে এস এম মনিরুজ্জামান মুকুল, ৩ নম্বর ওয়ার্ডে আবদুস সালাম মাস্টার, ৪ নম্বর ওয়ার্ডেগোলাম রব্বানী টিপু, ৫ শেখ মোহাম্মদ আলী, ৬ শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, ৭ নম্বরে শেখ খালিদ আহমেদ, ৮ নম্বরে সাহিদুর রহমান, ৯ নম্বরে এস এম মাহফুজুর রহমান লিটন, ১০ নম্বরে শরিফুল ইসলাম প্রিন্স, ১১ নম্বরে নাঈমুল ইসলাম প্রিন্স, ১২ নম্বর ওয়ার্ডে মাস্টার শফিকুল ইসলাম, ১৩ নম্বরে এস এম খুরশিদ আহমেদ টোনা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ১৪ নম্বরে শেখ মফিজুল ইসলাম পলাশ, ১৫ নম্বরে আমিনুল ইসলাম মুন্না, ১৬ নম্বরে হাসান ইফতেখার চালু, ১৭ নম্বরে হাফিজুর রহমান, ১৮ নম্বরে রাজুল হাসান রাজু, ১৯ নম্বরে জাকির হোসেন বিপ্লব, ২০ নম্বরে গাউসুল আযম, ২১ নম্বরে ইমরুল হাসান, ২২ নম্বরে আবুল কালাম আজাদ বিকু, ২৩ নম্বরে ইমাম হাসান চৌধুরী ময়না, ২৪ নম্বরে এ জেড মাহমুদ ডন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ২৫ নম্বরে আলী আকবর টিপু, ২৬ নম্বরে গোলাম মাওলা শানু, ২৭ নম্বরে এস এম রফিউদ্দিন, ২৮ নম্বরে জিয়াউল আহসান টিটো ২৯ নম্বরে ফকির সাইফুল ইসলাম ৩০ নম্বরে এস এম মোজাফফর রশিদী রেজা ও ৩১ নম্বরে ওয়ার্ডে আরিফ হোসেন মিঠু।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন