শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে নিউমোনিয়ায় স্কুলছাত্রীর মৃত্যু

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিরিনা সুলতানা স্বপ্না (১৬) নামে এক মেধাবী স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার উত্তর কয়ারপাড়া গ্রামের মশিয়ার রহমানের মেয়ে ও চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

পরিবারের সদস্যরা জানান, স্বপ্না বেশ কিছুদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে নানা শারীরিক জটিলতায় ভুগছিল। সম্প্রতি সে নিউমোনিয়ায় আক্রান্ত হলে প্রথমে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে, এরপর যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি হলে খুলনায় স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে থাকা অবস্থায় সোমবার গভীর রাতে সে মারা যায়।

চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমেদ বলেন, মেয়েটি খুবই হাসিখুশি ও মেধাবী ছাত্রী ছিল। আমাদের বিদ্যালয়ে বেশিরভাগ পরীক্ষায় সে প্রথম স্থান অধিকার করে। ২০২১ সালের এসএসসি পরীক্ষায় তার অংশগ্রহণ করার কথা ছিল।

খুলনা গেজেট/এনএম/টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন