শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

অভয়নগরে করোনায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩৯ 

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে এক জন মারা গেছেন ও নতুন করে আক্রান্ত হয়েছে ৩৯ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, ৯ নং ওয়ার্ডের রোকেয়া বেগম (৬৫) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়া ১ নং ওয়ার্ডে চার জন, ৩ নং ওয়ার্ডে দুই জন, ৪ নং ওয়ার্ডে ‍তিন জন, ৫নং ওয়ার্ডে চার জন, ৬ নং ওয়ার্ডে ১০ জন, ৭ নং ওয়ার্ডে দুই জন, ৮ নং ওয়ার্ডে এক জন, ৯ নং ওয়ার্ডে এক জন, পায়রা ইউনিয়নে দুই জন, চলিশিয়া ইউনিয়নে ছয় জন, পায়রা ইউনিয়নে ছয়, শ্রীধরপুর ইউনিয়নে তিন জন করোনা আক্রান্ত হয়েছে।

আরও জানা যায়, অভয়নগরে মোট ৪শ’ ৩৩জন করোনা রোগী চিকিৎসাধীন আছে। এরমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭জন করোনা রোগী চিকিৎসাধীন আছে। বাকী রোগীরা বাড়িতে চিকিৎসা নিচ্ছে।

 

খুলনা গেজেট/এমএইচবি

 

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন