বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

অভয়নগরে করোনায় নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১২

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে করোনায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলায় এ পযর্ন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, পাচঁদিন আগে করোনা পজিটিভ নিয়ে ছাইমা বেগম (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়। বুধবার রাত ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে । ছাইমা বেগমের বাড়ি ৮ নং রাজঘাট এলাকায়।

গত ২৪ ঘন্টায় আরো ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি আছে। আবার অনেকই বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও নতুন ৫৫ জনের নমুনা সংগ্রহ করে যশোর ও খুলনা ল্যাবে পাঠানো হয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন