শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২
শনাক্তের হার ৪০.৫৯ শতাংশ

যশোরে করোনা ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু, আক্রান্ত ২৮১

যশোর প্রতিনিধি

যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১২ জন মৃত্যুবরণ করেছেন। এসময়ে নতুন করে ২৮১ জনের শরীরে করোনা পজিটিভ হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ বলেছে, গত ২৪ ঘণ্টায় যশোরসহ বিভিন্ন ল্যাবে ৬৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৪০.৫৮ শতাংশ।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে জেলার ৫০৫টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২০৫টি পজিটিভ হয় বলে জানিয়েছেন পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিরিন নিগার। যবিপ্রবি ল্যাবে পরীক্ষিত নমুনার শতকরা ৪০.৫৯ শতাংশ পজিটিভ ফলাফল হয়েছে।

এদিকে, গেল ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই হাসপাতালের রেড ও ইয়োলোজোনে ভর্তি ছিলেন। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, মৃতদের মধ্যে তিনজনের করোনাভাইরাস শনাক্ত ছিল। আর অন্য নয়জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। করোনায় আক্রান্ত রোগী ও উপসর্গ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৪৯ জন।

সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, বুধবার সকাল ৮টা পর্যন্ত যশোরে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির মোট সংখ্যা ছিল ১২ হাজার ১৫৯। এদের মধ্যে সাত হাজার ৪৬৯ জন সুস্থ হয়েছেন ও মারা গেছেন ১৪২ জন।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন