বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

যশোরে ভ্রাম্যমাণ আদালতের ৬৩ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা

যশোর প্রতিনিধি

যশোরে লকডাউন না মেনে দোকান খুলে ব্যবসা করা ও মাস্ক না ব্যবহারের দায়ে ৬৩টি মামলা দিয়ে ২৬ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ জুন) দিনব্যাপী পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এদিন সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তার শহরের ঘোপ, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, পালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দোকান খুলে রাখা, মাস্ক না ব্যবহারের দায়ে ১৬টি মামলা দিয়ে চার হাজার সাতশ’ টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম মামুনুর রশিদ পরিচালিত আদালতে ৫টি মামলা দিয়ে ১৯শ’ টাকা জরিমানা আদায় করেন। তিনি মনিহার, আরএন রোড, হুসতলা এলাকায় অভিযান চালান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম ধর্মতলা, আরবপুর এলাকায় অভিযান চালিয়ে তিনটি মামলায় এক হাজার টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান উপশহর, ঘোপ জেল রোড, উপশহরসহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে চারটি মামলায় ৮শ’ টাকা জরিমানা আদায় করেন। পালবাড়ি আরবপুরে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারমিন। তিনি ১০টি মামলায় ৫ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করেন।

চাঁচড়া চেকপোস্ট ও শংকরপুর বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন। এসময় তিনি ৫টি মামলায় সাত হাজার একশ’ টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০টি মামলা দিয়ে ৫ হাজার একশ’ টাকা জরিমানা আদায় করেন।

করোনা সংক্রমণ রোধে সর্বাত্মক কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে জেলা প্রশাসনের প্রত্যাহিক সিডিউল অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তারা মানুষকে স্বাস্থ্যবিধি মেনে জরুরি প্রয়োজনে সচেতনভাবে চলাচল করার আদেশ দেন।

 

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন