শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

যশোরে করোনায় ১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৩

যশোর প্রতিনিধি

কঠোর বিধিনিষেধের মধ্যেও যশোরে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গেল ২৪ ঘন্টায় জেলায় ৩০৩ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত সংখ্যা ১২ হাজার ১৫৯ জন। এদিন করোনায় আট জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে আরও চারজন মৃত্যুবরণ করেছেন। এনিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১৪২ জন।

যশোর জেনারেল হাসপাতালের রেডজোনে মৃত ৮ জন হলেন, ঝিকরগাছা উপজেলার মধুখালী গ্রামের মোসলেম উদ্দীন (৮০), শহরের কাজীপাড়ার সাফিয়া বেগম (৭০), পালবাড়ি এলাকার সুরাইয়া খাতুন (৬৫), খড়কী এলাকার রবিউল ইসলাম (৬৫), ধর্মতলা এলাকার জেরিনা খাতুন (৪০), শানতলা এলাকার অরবিন্দু (৩৯), মাগুরার শ্রীপুরের আলিফ উদ্দীন (৯০) ও কেশবপুর পৌর এলাকার রোজিনা বেগম (৪০)।
ইয়োলোজোনে মৃত ৪ জন হলেন, চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের নাসির উদ্দীন (৬০), যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের আবু বক্কর (৭০), বকচর এলাকার আশিকুর রহমান (৫২) ও শেখহাটি গ্রামের সেলিম রেজা (৬০)।

হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার (২৯ জুন) হাসপাতালে রেডজোনে ছিলেন ৯১ জন করোনা রোগী। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩১ জন। এছাড়া সুস্থ হয়ে বিদায় নিয়েছেন ২০ জন। ইয়োলোজোনে অবস্থান করছেন ৬৮ জন। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৫৪ জন। এছাড়া বিদায় নিয়েছেন ৩৫ জন।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহেনেওয়াজ রনি জানান, মঙ্গলবার তাদের দপ্তরে আসা ফলাফল অনুযায়ী একদিনে ৭৩৫ টি নমুনা পরীক্ষা করে ৩০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে যবিপ্রবি ল্যাবে ১৯৩ নমুনায় ৫৬ জন, খুলনা ল্যাবে সাতজনের নমুনা পরীক্ষা করে সবগুলো নেগেটিভ, জিন এক্সপার্ট পরীক্ষায় ৮টি নমুনায় ছয়টি পজিটিভ। এছাড়া র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১৬৮ নমুনায় ৬৮ জনের পজিটিভ হয়েছে।

আক্রান্তদের মধ্যে যশোর সদর উপজেলায় ১৭৮ জন, কেশবপুরে ১১ জন, ঝিকরগাছায় ৩০ জন, অভয়নগরে ১৮ জন, মনিরামপুরে ১৫ জন, বাঘারপাড়ায় সাতজন, শার্শায় ৩৬ জন ও চৌগাছায় ১৩ জন। এ পর্যন্ত মোট শনাক্ত সংখ্যা ১২ হাজার ১৫৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ছয় হাজার ৮৮৮ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৯১ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৪২ জন।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন