বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

অভয়নগরে করোনায় আরো ৩ জনের মৃত্যু

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে করোনায় আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। উপজেলায় এ পযর্ন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, করোনা পজিটিভ নিয়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় চেঙ্গুটিয়া এলাকার বাসিন্দা দীলিপ শিল(৫০) বাঘুটিয়া এলাকার রহিমা বেগম(৬১) ও নওয়াপাড়ার বেঙ্গলগেট এলাকার বাসিন্দা এ্যাডভোকেট মোসারেফ হোসেনের (৬৫) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার এ রির্পোটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আলীমুর রাজীব বলেন, দীলিপ শিল ও রহিমা বেগম গত বৃহস্পতিবার মারা যান। গতকাল শুক্রবার এ্যাডভোকেট মোসারেফ হোসেন করোনা উপর্সগ নিয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে অভয়নগর উপজেলায় সর্বমোট মৃত্যুর সংখ্যা ৩০ জন।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন