বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

অভয়নগরে করোনা আক্রান্ত ২৪, উপর্সগ নিয়ে ১ জনের মৃত্যু

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে করোনা উপর্সগ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় এ পযর্ন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ জনের। ২১ তারিখে ৫৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৪ জন। নতুন করে ৭৩ জনের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে ।

অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২১ তারিখে ৫৭ জনের নমুনা সংগ্রহ করে যবিপ্রবি ল্যাবে পাঠানো হলে গতকাল বৃহস্পতিবার (২৪ জুন ) ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে পৌরসভার ৩ নং ও ৬ নং ওয়ার্ডে শনাক্তের হার বেশি। পৌরসভার ৩ নং ওয়ার্ডে ৩ জন এবং ৬নং ওয়াডে ৪ জনসহ পৌর এলাকায় ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

উপজেলার ৮টি ইউনিয়নে ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এবং হাসপাতালে ২ জনের আরটিএ টেস্টে একজনের করোনা পজিটিভ হয়েছে।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিভাগের এস এম তানসেম রেজা জানান, উপজেলায় শ্রীধরপুর ইউনিয়নের দিয়াপাড়া এলাকার বাসিন্দা আনোয়ারা বেগম (৫৭) নামের এক মহিলা মারা গেছেন।

শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান জানান, আনোয়ারা বেগম (৫৭) নামের এক মহিলা মারা গেছেন । তার জানাযা শেষে দাফন সমপন্ন হয়েছে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন