বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

মণিরামপুরে দু’দিনে করোনা ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

মণিরামপুর প্রতিনিধি

যশোরের মণিরামপুরে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে দু’দিনের ব্যবধানে এক মাদ্রাসার শিক্ষকসহ আরো ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে ৫ দিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮ জন।

জানাযায়, বুধবার (২৩ জুন) সকালে পৌর এলাকার দূর্গাপুর গ্রামের গৃহবধূ রোকেয়া বেগম (৬০), আগের দিন মঙ্গলবার (২২ জুন) পৌর শহরের গ্রাম্য ডাক্তার হরেণ (৬২), উপজেলার জয়পুর গ্রামের গৃহবধূ জাহানারা বেগম (৫৫), লাউকুন্ডা দাখিল মাদ্রাসার শিক্ষক জাকির হোসেন (৫০) ও পারখাজুরা গ্রামের আবু বক্কর (৬০) করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুরবণ করেন।

এর আগে গত ৩ দিনের ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে মারা যান পৌর এলাকার কামালপুর গ্রামের রবিউল ইসলাম, হাকোবা গ্রামের হাসেম মহলদার ও উপজেলার চাকলা গ্রামের গৃহবধূ জেসমিন আরা বিউটি।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন