শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

বেনাপোলে ব্রেইন স্ট্রোকে ছাত্রলীগ নেতার মৃত্যু

শার্শা প্রতিনিধি

বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল ইমরান (৩৫) ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ভোরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইমরান বেনাপোলের ভবেরবের গ্রামের নজরুল ইসলামের ছেলে।

ইমরানের বাবা নজরুল ইসলাম জানান, শুক্রবার সকালে বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।সেখানে নিলে জানা যায় ব্রেইন স্ট্রোক করেছে। উন্নত চিকিৎসার জন্য তাড়াতাড়ি খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে শনিবার ভোরে তার মৃত্যু হয়।

বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ছাত্রলীগ নেতা ইমরানের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগ একজন একনিষ্ঠ ও নিবেদিত ব্যক্তিকে হারালো। আমি এবং দলের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন