বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

যশোরে দুটি চোরাই ল্যাপটপসহ সিন্ডিকেটের সদস্য আটক

যশোর প্রতিনিধি

যশোর শহরে বিভিন্ন বাড়িতে গ্রিল কেটে, দরজা বা ভেন্টিলেটর ভেঙ্গে প্রবেশ করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র চুরি সিন্ডিকেটের এক সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে মামুন হোসেন নিরব (২২) নামে ওই সিন্ডিকেটের সদস্যকে দুটি ল্যাপটপসহ আটক করা হয়। আটক নিরবের বাড়ি শহরের কাজীপাড়া কাঠালতলায়।

এ ব্যাপারে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, চোর সিন্ডিকেটের সদস্য বাপ্পির দেয়া তথ্য অনুযায়ী নিরবকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে দুটি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়।

এর আগে গত ২৪ মে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর সিন্ডিকেটের ৯ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১৩ হাজার ৫০০ টাকা ও সোনা গলানোর সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন