বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু 

চৌগাছা প্রতিনিধি

যশোরের চৌগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিল হোসেন (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত শাকিল উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ভাদড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নূর ইসলামের ছেলে। বুধবার (২৬ মে) চিকিৎসাধীন অবস্থায় খুলনার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বাড়ি থেকে সে মোটরসাইকেল যোগে চৌগাছা শহরের দিকে যায়। এ সময় বেড়গোবিন্দপুর এলাকায় পৌছালে অন্য দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের চার আরোহী আহত হয়।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেন। আহতদের মধ্যে মোটরসাইকেলের চালক শাকিল (২০) ও ফিরোজ হোসেন (৩০) কে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সেখানে শাকিলের অবস্থার অবনতি হলে ঐদিন সন্ধ্যায় শাকিলকে খুলনায় রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সে মারা যায়।

এ বিষয়টি নিশ্চত করেছেন ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মামুন কবীর পান্নু।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন