বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

দশ লিটার তাড়িসহ কারবারি আটক

যশোর প্রতিনিধি

যশোরে দশ লিটার তাড়িসহ ইন্তাজ আলী (৪৩) নামে এক কারবারিকে পুলিশ আটক করেছে। আটক ইনতাজ আলী সদর উপজেলার পূর্ব আবাদ কচুয়া নতুনবাজার এলাকার মৃত সিরাজ আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালিয়ে গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিদর্শক আকবর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ১৮ মে বিকেলে পূর্ব আবাদ কচুয়া নতুনবাজার এলাকার ইন্তাজ আলীর বাড়িতে অভিযান চালান। এ সময় বাড়ি তল্লাশীকালে ঘরের পশ্চিম পাশের কক্ষের খাটের নিচ থেকে দু’টি মাটির কলসি উদ্ধার করা হয়। প্রতি কলসিতে পাঁচ লিটার করে দু’কলসিতে ১০ লিটার তাড়ি উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন